ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাসিমকে নিয়ে কটূক্তি: বেরোবির প্রভাষক সিরাজাম মুনিরার জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
নাসিমকে নিয়ে কটূক্তি: বেরোবির প্রভাষক সিরাজাম মুনিরার জামিন সিরাজাম মুনিরা

ঢাকা: আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৫ আগস্ট) বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী ফুয়াদ হাসান ও রিপন কুমার বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

১৩ জুন শনিবার মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর তাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন সিরাজাম মুনিরা। এরপর আবার মুহূর্তেই সেটি মুছেও ফেলেন। কিন্তু ততক্ষণেই স্পর্শকাতর এই পোস্ট নজরে চলে আসে অনেকের। স্ক্রিনশট ছড়িয়ে পড়ে অনলাইন প্ল্যাটফর্মে।

এরপর ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামালের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

সিরাজাম মুনিরা ছাত্রজীবনে বামপন্থি রাজনীতি করতেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
ইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।