ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলায় জামালপুরে ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
হত্যা মামলায় জামালপুরে ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

জামালপুর: জামালপুরে চাঞ্চল্যকর মমিন হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি এবং একই পরিবারের আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধরাব (০৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান আজ এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র বাংলানিউজকে জানান, ২০০৭ সালের ১৬ জুন সদর উপজেলার কুমারগাতী গ্রামে জমি নিয়ে পারিবারিক বিরোধে আব্দুর রইচের ছেলে কৃষক মমিনকে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৭ সালের ১৮ জুন মমিন মারা যান। এ ঘটনায় মমিনের বাবা আব্দুর রইচ বাদী হয়ে আব্দুর রইচের ছোট ভাই আনসার আলী প্রমানিক, কলম প্রমানিক, আনসার আলী প্রমানিকের স্ত্রী শাবজান, কলম প্রমানিকের স্ত্রী সাইবানু, কলম প্রমানিকের দুই ছেলে শাহীন ও সাইদুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

আসামিদের অনুপস্থিতে এ রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আনসার আলীকে ফাঁসি ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।