ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সহকর্মী হত্যার দায়ে সাবেক আনসার সদস্যের ফাঁসির আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
সহকর্মী হত্যার দায়ে সাবেক আনসার সদস্যের ফাঁসির আদেশ প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সহকর্মীকে হত্যার দায়ে রফিকুল ইসলাম (৪০) নামে সাবেক এক আনসার সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমীর হাসান এই রায় ঘোষণা করেন।

প্রায় পাঁচ বছর পর মামলার রায় ঘোষণা হলো। রফিকুল ইসলাম পানছড়ির বলিটিলা এলাকার মঙ্গল মিয়ার ছেলে। জামিনে মুক্ত হওয়ার পর থেকে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চৌধুরী হিল আনসার ক্যাম্পে অন্য সহকর্মীদের কথার শব্দে ঘুমে সমস্যা হওয়ায় ক্ষিপ্ত হন রফিকুল ইসলাম। এ সময় সহকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলাম নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে গুলি করতে যান। তাকে বাধা দিলে পোস্ট কমান্ডার আমির হোসেনকে (৬০) প্রথম গুলি করেন তিনি। পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে নিজের ব্যবহৃত অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যান রফিকুল ইসলাম। গুলিবিদ্ধ আমির হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ওই দিন নিহতের ছেলে ফরিদ উদ্দিন বাদী হয়ে দীঘিনালা থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৭ সেপ্টেম্বর পুলিশ রফিকুল ইসলামকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে প্রায় পাঁচ বছর পর আদালত রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।