ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে হত্যার দায়ে ২ ভাইয়ের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
জামালপুরে হত্যার দায়ে ২ ভাইয়ের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

জামালপুর: জামালপুরে আলোচিত রিকশাচালক রাসেল হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এছাড়া এ মামলায় আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।  

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-ভুট্টু ও তার ভাই খালেক। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন ছামিউল, জহিজল, আব্দুর রশিদ, মো. কাশি, ফুলু মিয়া, বিদ্যুৎ ও বাবুল।  

মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে ২৬ ডিসেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলার পূর্ব শাশারিয়াবাড়ি গ্রামের রিকশাচালব রাসেলের সঙ্গে প্রতিবেশী ভুট্টু ও তার বন্ধুদের ঝগড়া হয়। এর জের ধরে পরদিন রাতে ভুট্টুর সহযোগীরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে একটি আখক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে ভুট্টুসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।  

মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। শুনানি শেষে রোববার এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।