ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ধর্ম অবমাননা মামলায় সুজনের ৭ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ধর্ম অবমাননা মামলায় সুজনের ৭ বছর কারাদণ্ড

ঢাকা: রাসুল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ায় সুজন দে নামে এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন এ রায় দেন।

 

একইসঙ্গে আসামিকে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই আদালতের পেশকার শামীম আল মামুন এ তথ্য জানান।  

সুজন দে পেশায় একজন দর্জি। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণীতে জানা যায়, ২০১৭ সালের ২০ মে আসামি ‘জানা-অজানা’ নামে তার ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় ‘ধর্মানুভূতিতে আঘাতের’ অভিযোগ এনে রাঙামাটি জেলার লংগদু থানার পুলিশ উপ-পরিদর্শক সালাউদ্দিন সেলিম এ মামলা দায়ের করেন।  

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দে’র বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।