ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরখাস্ত থাকছেন মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
বরখাস্ত থাকছেন মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আমানত উল্লাহ আলমগীর

ঢাকা: ভোলা জেলার মনপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীরের বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

ফলে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের দেওয়া আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। চেয়ারম্যানের পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

মনপুরার ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীরের বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণ হওয়ায় ৩০ এপ্রিল তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকারের এ বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন চেয়ারম্যান। ৩ সেপ্টেম্বর হাইকোর্ট বেঞ্চ ওই বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন।

এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সরকার। সোমবার আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এছাড়া হাইকোর্টে রুল শুনানি করতে বলেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
ইএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।