ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হবিগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
হবিগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় শেবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারদণ্ড দেওয়া হয়েছে। তিনি জেলার বানিয়াচং উপজেলার মখা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। শেবুল মিয়া পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১২ এপ্রিল হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকা থেকে একটি অগ্নেয়াস্ত্রসহ (পাইপগান) শেবুলকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর জামিনে বের হয়ে তিনি আত্মগোপন করেন।

শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় দীর্ঘ নয় বছর পর মঙ্গলবার আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। হবিগঞ্জের আদালত পরিদর্শক মো. আল আমিন রায় ঘোষণার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।