ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ড্রাফটিং স্কিল নিয়ে সুপ্রিম কোর্ট বারের সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
ড্রাফটিং স্কিল নিয়ে সুপ্রিম কোর্ট বারের সেমিনার

ঢাকা: ড্রাফটিং স্কিল নিয়ে সেমিনার করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে সেমিনার পরিচালনা করেন সম্পাদক ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সেমিনারে বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।