ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

বগুড়ায় বালু ব্যবসায়ীকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
বগুড়ায় বালু ব্যবসায়ীকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় আলোচিত বালু ব্যবসায়ী হজরত মণ্ডলকে (৩৫) হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ফাঁসির রায় দেন জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান (৩৫), নিশিন্দারা আকন্দপাড়ার মহিদুল ইসলামের ছেলে মানিক (২২) এবং নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মাসুম মোল্লার ছেলে সাঈদী (২৫)।

রায়ে বিচারক দণ্ডিতদের প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, সুজন, শাওন, শাহিনুর ও কাজিম নামে অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, প্রায় ৩ বছর আগে ২০১৭ সালের ১৬ এপ্রিল দুপুরে শহরের নিশিন্দারা এলাকায় স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ের সামনে বালু ব্যবসায়ী হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত হজরত আলীর মা মোছা. মেরিনা খাতুন বাদী হয়ে দণ্ডিত ওই তিন ব্যক্তিসহ মোট ৮ জনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রায় ৭ মাস তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

তিনি বলেন, অপরাধ প্রমাণিত না হওয়ায় পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ চার্জশিটভুক্ত ৫ আসামিকে আদালত খালাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।