ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুব সাবধান হতে হবে: প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
খুব সাবধান হতে হবে: প্রধান বিচারপতি

ঢাকা: করোনার সেকেন্ড ওয়েব নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন,সরকার বলেছে করোনার দ্বিতীয় ওয়েভ আসছে।

আমরা প্রথম ওয়েভটা খুব সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছি। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় সেকেন্ড যে ওয়েভ যেটা আসতে পারে বলেছে, এটাও খুব ভালোভাবে মোকাবিলা করবো।

আইনজীবীদের সতর্ক করে প্রধান বিচারপতি বলেন, তবে প্রত্যেকের দায়িত্ব আছে। আপনারা আইনজীবী যারা আছেন সবাই মাস্ক পরবেন। সোশ্যাল ডিসট্যান্সিং মেনটেইন করবেন। আমরা কেউ যাতে আক্রান্ত না হই। কারণ একজন আক্রান্ত হওয়া মানে একটি পরিবার আক্রান্ত হওয়া।

সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো-বি ভেরি কশাস (খুব সাবধান হতে হবে), সবাই খুবই কশাস থাকবেন। যাতে আমাদের কারণে অন্যদের মধ্যে করোনা না ছড়ায়।

নতুন বইয়ের দোকান ও ওকালতনামা সেন্টার উদ্বোধন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়েজন করে।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি এএম আমিন উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।