ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে বেল্লাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

 

এ মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামির উপস্থিতিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীন ওরফে জয়নাল ঘটকের ছেলে।  

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের মো. ফজল হক প্রামাণিকের মেয়ে বিলকিস খাতুন ও বেল্লাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিয়ের প্রায় চার বছর পর ২০১৪ সালের ১৪ মে রাতে ঝগড়ার একপর্যায়ে বিলকিসকে শ্বাসরোধে হত্যা করেন বেল্লাল। এ ঘটনায় বিলকিসের ভাই বেলাল বাদী হয়ে বেল্লাল হোসেনসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার আদালত বেল্লালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায় মামলার বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।