ঢাকা: ১৫ কেজি স্বর্ণসহ গ্রেফতার লুৎফর রহমান (৫৩) নামে এক যাত্রীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এ রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহম্মেদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১৫ ডিসেম্বর দিনগত রাত ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে আসা লুৎফর রহমানের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ১৫ কেজি ও আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
কেআই/আরবি