শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুকের দায়ে মো. নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এ রায় দেন।
সাজাপ্রাপ্ত নরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, মো. নুরুল ও ভারুয়া গ্রামের আক্কাছ আলীর মেয়ে হাফিজা খাতুনের বিয়ে হয় ২০০৬ সালে। বিয়ের পর থেকে নুরুল তার স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় এক সময় তিনি হাফিজাকে বাবার বাড়ি তাড়িয়ে দেন। পরে হাফিজা বাদী হয়ে নুরুলের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসআই