খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার দায়ে ভাটা মালিক সেলিম অ্যান্ড ব্রাদার্সকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে ইটভাটায় ব্যবহারের জন্য তিনি কৃষিজমির উপরিভাগের মাটি কাটছিলেন।
শনিবার (৯ জানুয়ারি) সকালে জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
তিনি বলেন, ইটভাটায় ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার দায়ে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ভাটা মালিক মো. সেলিমকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এডি/এফএম