সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা এবং অপর একটি ভাটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
এসময় রাজু ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা ও আল আসরাফ ব্রিকসের পুরো ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
দুপুরে অভিযানে সরেজমিনে দেখা গেছে, রাজু ব্রিকসের মালিক রাজু আহম্মেদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নকল স্বাক্ষরসহ কাগজ উপস্থাপন করেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইটভাটাটির একটি অংশ ভেঙে দিয়ে ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আল আসরাফ ব্রিকসের মালিক না থাকায় ভাটাটি পুরো গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আরএ