মেহেরপুর: বোমা হামলার মামলায় আব্দুল হালিম মালিতা ও জাকির হোসেন নামে দুই আসামিকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক কেরামত আলী এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন আব্দুল হালিম মালিথা গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের জসিম আলীর ছেলে এবং জাকির হোসেন একই গ্রামের সামিউলের ছেলে। জাকির পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১১ সালের ২৩ আগস্ট চর গোয়াল গ্রামের জিয়ামত আলীর ছেলে নিয়ামত আলীর নেতৃত্বে বোমা হামলা চালানো হয়। ওই বোমা হামলায় স্থানীয় আব্দুল গণি ও তার ছেলে ইলিয়াস আহত হন। এ ঘটনায় করা মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দিলেন বিচারক।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসআই