মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
আসামির নাম মহসিন (৩২)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার রঘুরামপুর এলাকার মৃত আফতাব আলীর ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি লাবলু মোল্লা বলেন, ৫ জন ব্যক্তি এ ঘটনায় সাক্ষ্য দিয়েছিলেন। আসামি মহসিন এখন কারাগারে রয়েছেন।
রায়ে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন/২০০৩) এর ৯(১) দণ্ডযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়া তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ২৯ নভেম্বর মুন্সিগঞ্জের ফিরিঙ্গি সকালে কারখানায় কর্মরত মায়ের কাছ থেকে নিজের বাসায় আসার পথে তুলে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে ধর্ষক মহসিন। এ ঘটনার পরদিন সদর থানায় শিশুর পিতা বাদী মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পরবর্তীতে পুলিশ ধর্ষক মহসিনকে গ্রেফতারে কারাগারে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এনটি