ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

যশোর পৌরসভার নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
যশোর পৌরসভার নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ঢাকা: যশোর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।

একইসঙ্গে আবেদনটির শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানোর আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট পংকজ কুমার কুন্ডু।

২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য দিন নির্ধারিত রয়েছে।

গত বছর যশোর পৌরসভার সীমানা বর্ধিত করা হয়েছে। নতুন ৯টি মৌজা যশোর পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত করে গেজেট হয়েছে। গেজেট হওয়ার পরও নতুন মৌজাগুলোকে কোন ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি এবং ভোটার তালিকায়  অন্তর্ভুক্ত করা হয়নি।

স্থানীয় তিন ব্যক্তির এসব যুক্তিতে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৯ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।