ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী রশীদ আহমেদের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী রশীদ আহমেদের ইন্তেকাল

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী রশীদ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে সরকারি কর্মচারী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

রশীদ আহমেদের ঘনিষ্ঠজন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মোতাহার হোসেন সাজু জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ মার্চ সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার দুপুরে তিনি ইন্তেকাল করেন।

রশিদ আহমেদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার জন্য অনুমতি প্রাপ্ত হন রশিদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।