ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হেফাজতের হরতালে সংঘর্ষ, যুবক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
হেফাজতের হরতালে সংঘর্ষ, যুবক রিমান্ডে

ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে সরকারি কাজে বাধা ও নাশকতার মামলায় রাকিবুজ্জামান ওরফে অরিদ নামে এক যুবকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদন বলা হয়, গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে রাজধানীর গেন্ডারিয়া থানার হরিচরণ রোডের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার সামনে জোহরের নামাজ শেষে ৬০০ থেকে ৭০০ জন ব্যক্তি মিছিল বের করেন।

এ সময় তারা কর্তব্যরত পুলিশের ওপর বিক্ষিপ্তভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাদের ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আঘাত পান। এছাড়া স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর করে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেন তারা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে আন্দোলনকারী বিএনপি, হেফাজতের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় তিন ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সি‌সিটিভি ফু‌টেজ বিশ্লেষণ করে গত ১৯ এপ্রিল রাকিবুজ্জামান ওরফে অরিদকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।