ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরগুনার ভারানি খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
বরগুনার ভারানি খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ বহাল

ঢাকা: বরগুনার ভারানি (কৈরিতলা) খালপাড়ের দেড় কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ২৪ জানুয়ারির হাইকোর্টের সংশোধিত আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
 
মঙ্গলবার (২০ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।


 
ফলে ওই খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের ২০১৯ সালের ৭ জানুয়ারির আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী।
 
বরগুনার ভারানি (কৈরিতলা) খালপাড়ের দেড় কিলোমিটারের মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে বেলা।
 
এ রিট আবেদনের শুনানি নিয়ে ২০১৯ সালের ৭ জানুয়ারি হাইকোর্ট সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। পরবর্তীতে ওই এলাকার দুই ব্যক্তি মো. দেলোয়ার হোসেন ও ইমাম হোসেন হাইকোর্টের আদেশ সংশোধনের আবেদন করেন। তারা সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়েছেন উল্লেখ করে এ আবেদন করেন।
 
তাদের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ওই বছরের ২৪ জানুয়ারি আগের আদেশ সংশোধন করে আদেশ দেন। ফলে খালপাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
 
২৪ জানুয়ারির ওই সংশোধিত আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের ওপর মঙ্গলবার শুনানি শেষে সংশোধিত আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
ইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।