ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

করোনাকালে দুই দফায় ভার্চ্যুয়ালি ১ লাখ হাজতির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ৫, ২০২১
করোনাকালে দুই দফায় ভার্চ্যুয়ালি ১ লাখ হাজতির জামিন

ঢাকা: মহামারি করোনাকালে দুই দফায় (২০২০ ও ২০২১) ৭৪ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানিতে এক লাখ ৭৩ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বুধবার (০৫ মে) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, ভার্চ্যুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় গত বছরের ১১ মে থেকে ০৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানিতে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ৭২ হাজার ২২৯ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।

দ্বিতীয় দফায় ভার্চ্যুয়াল আদালত শুরু হওয়ার পর ১২ এপ্রিল থেকে ০৪ মে পর্যন্ত মোট ১৬ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৫১ হাজার ৮৮২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ২৭ হাজার ৮৪৪ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ০৫, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।