ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফিলিস্তিনে হামলা বন্ধে সুপ্রিম কোর্ট আইনজীবীদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২১
ফিলিস্তিনে হামলা বন্ধে সুপ্রিম কোর্ট আইনজীবীদের মানববন্ধন আইনজীবীদের মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

মঙ্গলবার (১৮ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ‘ভয়েস অব ল‘ইয়ার্স অব বাংলাদেশ’ নামের আইনজীবীদের একটি সংগঠন এ মানবন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে আইনজীবীরা বলেন, ইসরায়েলের হামলা বিশ্বের মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। মানবিক বিবেক সম্পন্ন যেকোনো ধর্মের মানুষের মনে এ অমানবিক হামলা নাড়া দিয়েছে। এ হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন।

এতে সংগঠনের প্রধান সমন্বয়ক আশরাফ-উজ জামানের সভাপতিত্বে আইনজীবী মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, আইনজীবী তৈমুর আলম খন্দকার, সৈয়দ মামুন মাহবুব, শাহ আহমদ বাদল (বাদল নূর), আবদুল বাতেন, আবেদ রাজা, ইউনুছ আলী আকন্দ, রফিকুল হক তালুকদার রাজা ও নূরে আলম উজ্জ্বল প্রমুখ।

ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সহিংসতা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত গাজায় ২১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬১ জন শিশু। অন্যদিকে ইসরায়েলে মারা গেছেন ১০ জন। তাদের মধ্যেও দুই শিশু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৮, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।