ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হেফাজত কাণ্ড: হাইকোর্টে জামিন পাননি বি-বাড়িয়ার এক আসামি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, মে ১৮, ২০২১
হেফাজত কাণ্ড: হাইকোর্টে জামিন পাননি বি-বাড়িয়ার এক আসামি

ঢাকা: হেফাজতে ইসলামের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।  

মঙ্গলবার (১৮ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম।  

আদালত বলেছেন, এ মুহূর্তে হেফাজত সংশ্লিষ্ট মামলায় জামিন দেবো না।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মীরা ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় করা মামলায় ডিপ্লোমা প্রকৌশলী ফেরদৌস খান রানাকে গত ৮ এপ্রিল গ্রেফতার দেখানো হয়। মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, মে ১৮, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।