ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাভারে স্কুলছাত্র সবুজ হত্যা মামলায় আসামির জামিন বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
সাভারে স্কুলছাত্র সবুজ হত্যা মামলায় আসামির জামিন বহাল

ঢাকা: সাভারের শোভাপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সবুজ হত্যা মামলার আসামি রাজিবকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।  

জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে মঙ্গলবার (২৫ মে) আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রাজিবের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

২০১১ সালে সবুজের বয়স ছিল ১৫ বছর। সবুজের হত্যার ঘটনায় একইসালের ১৮ ডিসেম্বর তার বাবা মো. নুরুল ইসলাম বাদী হয়ে সাভার থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও তেতুল ঝোড়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে আন্তঃস্কুল ক্রিকেট খেলা ছিল অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। এ খেলা উপলক্ষে মাঠে যাওয়ার সময় সবুজের গায়ে রাজিবের (তখন রাজিবের বয়স ছিলো ১৭ বছর) সহপাঠীদের সাইকেলের ধাক্কা লাগে। এনিয়ে কথা কাটাকাটির জের ধরে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে রাজিবের সহপাঠীরা সবুজকে মারধর করে। এতে সবুজের মৃত্যু হয়। মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৯ মার্চ রাজিবসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২০ সালের ৯ ডিসেম্বর রাজিবকে গ্রেফতার করে পুলিশ। পরে ২০২১ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেন। এ জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।