ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘লকডাউন’ দেখতে বেরোনো সেই ৬ শতাধিক ব্যক্তি গুনলেন জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ২, ২০২১
‘লকডাউন’ দেখতে বেরোনো সেই ৬ শতাধিক ব্যক্তি গুনলেন জরিমানা

ঢাকা: ‘লকডাউন’ দেখতে বাইরে বেরোনো সেই ছয় শতাধিক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউনের প্রথমদিনে বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর থেকে একে একে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের দুইশ' থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদেশ দেন।

সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ৬০০ মানুষকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করে আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।