ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গারদখানার গেটে পড়ে গেলেন পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
গারদখানার গেটে পড়ে গেলেন পরীমনি

ঢাকা: চিত্রনায়িকা পরীমনিকে আদালতে আনা হয়েছে—এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আদালত চত্বর লোকে লোকারণ্য হয়ে ওঠে। অন্যান্য আদালত থেকে বিপুলসংখ্যক আইনজীবী, সংবাদকর্মী, বাদী ও বিভিন্ন আদালতের সেরেস্তার লোকজন এসে ভিড় করেন সিএমএম আদালতে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চিত্র ছিল অনেকটা এরকম।

শুনানি শেষ হলে পরীমনিকে দুপুর সোয়া ১২টার দিকে এজলাস কক্ষের কাঠগড়া থেকে লিফটে করে আদালত ভবনের ৮ম তলা থেকে নিচে নামানো হয়।

এ সময় সাংবাদিক ও আইনজীবীদের ভিড়ে ও ধাক্কায় গারদখানার গেটের সামনে দুই নারী পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে পড়ে যান পরীমনি।

বনানী থানায় দায়ের করা মাদক মামলায় বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনির আবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ১৮ আগস্ট এ মামলায় পরীমনির বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত কর্মকর্তা। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন চান। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট নিউজ: জামিন নামঞ্জুর, পরীমনি ফের রিমান্ডে

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।