ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবকাশকালীন ছুটি বাতিল, সেপ্টেম্বরে খোলা থাকবে সুপ্রিম কোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
অবকাশকালীন ছুটি বাতিল, সেপ্টেম্বরে খোলা থাকবে সুপ্রিম কোর্ট

ঢাকা: সেপ্টেম্বর মাসে নির্ধারিত থাকা সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে প্রধান বিচারপতির আদেশে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৮ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় বিচারপতিরা সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পুর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। এমতবস্থায় সুপ্রিম কোর্টের ২০২১ সালের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পুর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো। ’  

সেপ্টেম্বরের বর্ষপঞ্জি অনুসারে ১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।