ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ক্যাসিনো কাণ্ড: ছালাউদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
ক্যাসিনো কাণ্ড: ছালাউদ্দিনকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: ক্যাসিনো মামলার অন্যতম আসামি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের অন্যতম সহযোগী ছালাউদ্দিনকে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

সোমবার (২৫ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চে আগাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন।

 

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আমিন।  

পরে আমিন উদ্দিন মানিক জানান, এজাহার মতে সাঈদ কমিশনারের সহযোগী হিসেবে ছালাউদ্দিন চাঁদা উত্তোলন ও ক্যাসিনোর অপরাধ লব্ধ অর্থ এনসিসি ব্যাংকের হিসাব বৈশাখী এন্টারপ্রাইজের জমা করতেন। ছালাউদ্দিন ক্যাসিনোর অপরাধ লব্ধ প্রায় ১০ কোটি ১৫ লাখ ২৫ হাজার টাকা জমা দিয়েছেন।

এ ঘটনায় সিআইডির উপ-পরিদর্শক মো. সোহানুর রহমান গত ৩০ মে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কমিশনার মমিনুল হক সাঈদ, ছালাউদ্দিনসহ মোট আসামি চার জন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।