ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের জেল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
খুলনায় অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের জেল

খুলনা: খুলনায় অস্ত্র মামলায় নীল রতন হালদার নামে এক আসা‌মিকে পৃথক দু‌'টি ধারায় ১৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। আসামি নীল রতন হালদার বাগেরহাটের কচুয়া উপজেলার খলসেখালী এলাকার সুকুমার হালদারের ছেলে।

আদালত সূত্রে জানা গে‌ছে, ২০১১ সালের ২৭‌ ডিসেম্বর খান জাহান আলী সেতু (রূপসা সেতু) এলাকা থেকে একটি শ্যুটারগান ও চার রাউন্ড গু‌লিসহ নীল রতনকে গ্রেফতার করেছিল পুলিশ। এ ঘটনায় সেই সময়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাম‌রুজ্জামান বা‌দী হয়ে সদর থানায় মামলা দা‌য়ের করেন (যার নম্বর-৩৫)। তদন্ত কর্মকর্তা সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) তাপস পাল ২০১২ সা‌লের ৩০ জানুয়া‌রি আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দা‌খিল ক‌রেন। এরপর মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমআরএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।