নড়াইল: নড়াইলে হত্যা মামলায় সৈয়দ পলাশ ওরফে পলাশ মিনা (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান আসামি উপস্থিতিতে এ আদেশ দেন।
পলাশ মিনা লোহাগড়া থানার ইতনা মধ্যপাড়া গ্রামের শাহাজান মিনার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি নড়াইলের লোহাগড়া থানার ইতনা মধ্যপাড়া গ্রামের মোছা. গোলাপী বেগমের ছেলে ইসমাইল ওরফে ঠান্ডু সরদারকে মোবাইল ফোনের মাধ্যমে পলাশ মিনা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে ঠান্ডু সরদার বাড়িতে না ফেরায় তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পায়নি। ২৩ জানুয়ারি দুপুর ১২টার সময় ইতনা মধ্যপাড়া গার্লস স্কুলের পাশে মফিজ শেখের মসুরি ও পেঁয়াজ ক্ষেতের মাঝে সরকারি হালটের ওপর ঠান্ডু সরদারের মরদেহ পাওয়া যায়। আসামি তাকে কুপিয়ে হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
মামলাটির তদন্ত শেষে পলাশ মিনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার পলাশ মিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরএ