ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় বনানী থানায় হত্যা মামলায় স্বামী ইফতেখার আবেদীনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে এ আবেদনের বিষয়ে শুনানি হবে।
এদিন বনানী থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন।
গত ১৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান মেঘলা। তাকে প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় গত রাতেই মেঘলার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। ইফতেখার আবেদীন কানাডায় ছিলেন। সপ্তাহ খানেক আগেই তিনি দেশে ফেরেন।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
কেআই/আরআইএস