ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৫-১৬ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৫-১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

ঢাকা: আগামী ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুসের (কাজল) সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মসিউজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।