ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে মাদকমামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
নড়াইলে মাদকমামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে মাদকমামলায় রেজাউল ইসলাম রেজা (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা (পূর্বপাড়া) গোলাম কুদ্দুস মোল্যার ছেলে।

মামলা বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল সদর থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার মজুমদার নড়াইল সদরের সিংগাশোলপুর দক্ষিণপাড়ার পাকা রাস্তায় যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় যশোর-এন-১১-০৫৯৪ নং টেকার গাড়িতে তল্লাশি চালিয়ে রেজাউল ইসলাম রেজা নামের ওই যাত্রীর কাছে ৫২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়। পরে মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।