ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাটিরাঙ্গার ৬টি ইটভাটা সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
মাটিরাঙ্গার ৬টি ইটভাটা সিলগালা ...

খাগড়াছড়ি: হাইকোর্টের নির্দেশে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে গড়া ওঠা ছয় ইটভাটা সিলগালা করে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গার নতুনপাড়া ও আদর্শগ্রাম এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

অভিযানকালে ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, নতুপাড়ার এ সেভেন সেভেন ইটভাটা, আরআরআর ইটভাটা, ওয়াছু এলাকার থ্রি-ফল্ড ফাইভ, আদর্শগ্রামের বিআরএস ও থ্রি-ফল্ড সিক্স ইটভাটাকে বন্ধ ঘোষণা করে এসব ইটভাটাকে সিলগালা করে দেওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, হাইকোর্টের নির্দেশে এসব লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা মতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।