ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতির সঙ্গে রাজবাড়ী বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
প্রধান বিচারপতির সঙ্গে রাজবাড়ী বার নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতারা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোস্তফা, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, সহ-সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ বিজন কুমার বোস, সহ-সম্পাদক তসলিম আহমেদ, সহ-সম্পাদক খান মো. জহুরুল হক, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম ও অভিজিৎ সোম।

গত ৩১ জানুয়ারি রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।