ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড আদালতে আনা হচ্ছে আসামিদের।

জয়পুরহাট: জয়পুরহাটে পরকীয়ার জেরে মাইক্রোবাসচালক রহিম বাদশাকে গলাকেটে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুর ইসলাম এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম ডুগডুগির রহিম বাদশার স্ত্রী আকলিমা খাতুন, শাল গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সেলিম মিয়া ও গোপালপুর গ্রামের গোলাপ রহমানের ছেলে আইনুল ইসলাম। রায়ের সময় আকলিমা খাতুন জামিনে থাকায় অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম ডুগডুগি গ্রামের শাহাদাত হোসেন সাদার ছেলে রহিম বাদশার কাছে মাইক্রোবাস চালানো শিখতেন সেলিম মিয়া। এজন্য তার বাড়িতে আসা-যাওয়ার একপর্যায়ে স্ত্রী আকলিমার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন সেলিম। সেই সম্পর্ককে বিয়েতে রুপ দিতে স্ত্রী-আকলিমা ও সেলিম রহিম বাদশাকে হত্যার পরিকল্পনা করে। এরই সূত্রে ২০১৬ সালের ১০ জুলাই রাতে রহিম মাইক্রোবাসে গ্যাস তোলার জন্য বগুড়া গেলে সেখানে পরিকল্পনা অনুযায়ী সেলিম ও আইনুল তার গাড়িতে ওঠে। পরে ভোরে ঘুমের ওষুধ খাইয়ে জয়পুরহাটের পাঁচবিবি-বারোকান্দী দো’সীমানা এলাকায় মাইক্রোবাসের মধ্যেই চালক রহিমকে গলাকেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় সেদিনই নিহত রহিমের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর একই বছরের ১৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর এ মামলার দীর্ঘশুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।