ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক কারাগারে

ঢাকা: রাজধানীর কাফরুলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় শওকত আলম নামে এক গৃহশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসনে আরা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

কাফরুল থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মকবুলুর রহমান এ তথ্য জানান।

গত শনিবার রাতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে গৃহশিক্ষক বাসার ড্রয়িংরুমে পড়াতে বসেন। শিশুটির মা তখন অন্য রুমে ছিলেন। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে। সে সময় তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। কারণ জানতে চাইলে সে তখন ওই শিক্ষকের যৌন নির্যাতনের কথা জানায়।

পরে রাত দেড়টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কাফরুল থানায় এ মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।