ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় গাইবান্ধায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
মাদক মামলায় গাইবান্ধায়  এক ব্যক্তির মৃত্যুদণ্ড

গাইবান্ধা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


 
আসামির উপস্থিতিতে রোববার (৬ মার্চ) দুপুরের দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জহুরুল গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গোপন তথ্যে ভিত্তিতে ২০১৯ সালের ০২ জুন রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ শহরের বস্তাপট্টি ও বিস্কুট পট্টি এলাকা থেকে নিজ দোকান থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ জহুরুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়। পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, তারা রায়ে সন্তুষ্ট নন। আসামিপক্ষ ন্যায় বিচার পাননি। খুব শিগগিরই হাইকোর্টের ডেথ রেফারেন্স আদালতে আপিল করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।