ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

হোসেনি দালানে বোমা হামলা

তদন্ত কর্মকর্তার গাফিলতিতে মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
তদন্ত কর্মকর্তার গাফিলতিতে মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

ঢাকা: তদন্ত কর্মকর্তার গাফিলতিতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। শুধু আসামি সংখ্যা বাড়ানোর জন্য কয়েকজনকে আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ মার্চ) এ মামলার দুই আসামি কবির হোসেন ও আরমান ওরফে মনিরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।  

এর মধ্যে কবিরকে সাত বছর কারাদণ্ড ও আরমানকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি ছয় আসামি খালাস পেয়েছেন।  

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- ওমর ফারুক মানিক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহজালাল মিয়া, চান মিয়া, রুবেল ইসলাম ওরফে সজীব, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান ওরফে সালমান ওরফে সায়মন ও রুবেল ইসলাম ওরফে সজীব ওরফে সুমন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।