ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা: রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা: রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট  বিচারপতি সাহাবুদ্দীন আহমদ

ঢাকা: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশে এ বিষয়ে শনিবার (১৯ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া তার জানাজার নামাজ রোববার সকাল ১০টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ১৯,২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।