ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

করিম ভরসার ছেলে হত্যা: আরেক ছেলের ডেথ রেফারেন্সের রায় কাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
করিম ভরসার ছেলে হত্যা: আরেক ছেলের ডেথ রেফারেন্সের রায় কাল

ঢাকা: ২০০৯ সালে সাবেক সংসদ সদস্য করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছেলের ডেথ রেফারেন্সের ওপর আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য বুধবার (২৩ মার্চ) দিন রেখেছেন।



আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানান, ২০০৯ সালের এপ্রিলে রাজধানীর বিজয়নগরের ব্যবসায়িক অফিসে করিম উদ্দিন ভরসার এক ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা। এ ঘটনায় পল্টন থানায় খায়রুলের স্ত্রীর বড় ভাই মামলা করেন। এ মামলায় বিচার শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার ৪র্থ মহানগর দায়রা জজ আদালত কবিরের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।

এ মামলায় কবির পলাতক রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।