ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

উদ্বোধনের অপেক্ষায় সুপ্রিম কোর্টের নতুন ভবন ‘বিজয়-৭১’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
উদ্বোধনের অপেক্ষায় সুপ্রিম কোর্টের নতুন ভবন ‘বিজয়-৭১’ নতুন ভবন ‘বিজয় ৭১’

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের নব নির্মিত ১২ তলা ভবন ‘বিজয়-৭১’ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল দশটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ(এ এম) আমিন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখবেন আইন সচিব মো.গোলাম সারওয়ার।   

সূত্রে জানা গেছে, এরই মধ্যে উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে নতুন ভবন ‘বিজয় ৭১’-এর।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
ইএস /এসআইএস
     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।