ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

টঙ্গীতে ব্যবসায়ী খুন: ৪ জনের দণ্ড কমে যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
টঙ্গীতে ব্যবসায়ী খুন: ৪ জনের দণ্ড কমে যাবজ্জীবন ...

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জনের দণ্ড কমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০মার্চ) বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী ও মঞ্জুর উল করিম কাজল। পলাতক এক আসামির পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

জানা যায়, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে আসামিরা কুপিয়ে টঙ্গীর এরশাদ নগর এলাকার বাড়ির পাশেই মোকছেদ আলী সেন্টুকে হত্যা করে। এ ঘটনায় সেন্টুর বাবা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।

এ মামলায় ২০১৬ সালের ২২ মে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া হত্যার ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টঙ্গীর এরশাদ নগর এলাকার মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩০) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)।

পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। তবে পলাতক থাকায় ছলেমান আপিল করেননি।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম জানান, কি কারণে আসামিদের দণ্ড কমানো হয়েছে তা বিস্তারিত রায় পেলে জানা যাবে। তবে আসামি পক্ষে এক আইনজীবী আসামিদের দণ্ড কমানোর মৌখিক আরজি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
ইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।