ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: হেরোইন বহনের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোহবুল ওরফে কালু।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩ জানুয়ারি দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া হায়াতের মোড়-দেবীনগর সড়কের একরামুল হকের আম বাগানে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে কালুকে আটক করে। পরে তার হাতে থাকা একটি নীল ব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ অভিযোগের ভিত্তিতে আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।