ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতির মামলায় সাবেক এমপি জ্যোতির জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ২০, ২০২২
দুর্নীতির মামলায় সাবেক এমপি জ্যোতির জেল-জরিমানা

বগুড়া: বগুড়ায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে দুর্নীতির মামলার দু’টি ধারায় মোট সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রায়ে অবৈধভাবে অর্জিত ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকার সম্পদ জব্দ করারও আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।  

রায় ঘোষণার পর পরই সাবেক এমপি নূর আফরোজ বেগম জ্যোতিকে কারাগারে পাঠানো হয়। ২০০১ সালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এ এমপি এক সময় জাতীয়তাবাদী মহিলা দলের বগুড়া জেলা কমিটির সভাপতি ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, নূর আফরোজ বেগম জ্যোতির নামে অবৈধভাবে ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকার সম্পদ অর্জন এবং ২৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের পক্ষ থেকে ২০১৪ সালে মামলা দায়ের করা হয়। দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক ফারুক আহমেদের করা ওই মামলাটির তদন্ত করেন একই সংস্থার তৎকালীন উপ-পরিচালক আনোয়ারুল হক। তদন্ত শেষে দুদক বগুড়া কার্যালয়ের তৎকালীন কর্মকর্তা আনোয়ারুল হক আদালতে চার্জশিট দাখিল করেন।

অবৈধভাবে ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকার সম্পদ অর্জনের দায়ে আদালত নূর আফরোজ বেগম জ্যোতিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ২৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে তাকে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ২০, ২০২২
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।