ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ৩০, ২০২২
টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইল: টাঙ্গাইলে হত্যা মামলায় মো. কাশেম আলী (৩৫) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (৩০ মে) দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।

রায়ে দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাস সশ্রম করাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।  

কাশেম জেলার বাসাইল উপজেলার করটিয়াপাড়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, দণ্ডিত কাশেম ২০০৭ সালের ৮ জুন তাদের এলাকার আলী আজমসহ আরও কয়েকজন একই উপজেলার ময়থা গ্রামে তুলা মিয়ার জমিতে মাটি কাটতে যান। সেখানে কাশেম পূর্ব শত্রুতার জের ধরে আজমকে মারধর করেন। এতে গুরুতর আহত হন আজম। তাৎক্ষণিকভাবে অন্য শ্রমিকরা প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে পরে উন্নত চিকিৎসার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে পর দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন তার মৃত্যু হয়। ওইদিনই আজমের স্ত্রী চায়না বেগম বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

রায় ঘোষণার পর দণ্ডিত কাশেমকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।