ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ১, ২০২২
ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের আগাম জামিন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৩৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।  

বুধবার (১ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

তিনি জানান, শাহবাগ ও পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পরে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে ছাত্রদল কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে ওই ঘটনায় পল্টন ও শাহবাগ থানায় মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ০১, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।