ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
খুলনায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

খুলনা: মাদক ব্যবসার অপরাধে মো. আব্দুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ৩ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৪ জুন) খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাস‌নিম জোহরা এ রায় ঘোষণা ক‌রেন। আসা‌মি চর রূপসা বাগমারা এলাকার আব্দুর লুৎফর শে‌খের ছে‌লে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সা‌লের ১১ জানুয়া‌রি রা‌তে র‌্যা‌বের এক‌টি অভিযা‌নিক দল গোপন সংবা‌দের মাধ‌্যমে জান‌তে পা‌রেন, রূপসা উপ‌জেলার জাবুসা মো‌ড়ের আব্দুল গ‌নির দোকা‌নের সাম‌নে এক‌টি ব‌্যাগ নি‌য়ে অজ্ঞাত একব‌্যক্তি ঘোর‌াফেরা কর‌ছেন। র‌্যাব সেখা‌নে অভিযান প‌রিচালনা ক‌রে আসামিকে আটক করে। পরে ব‌্যাগ তল্লাশি ক‌রে ৩২ বোতল ফে‌ন্সি‌ডিল এবং এক বোতল হুইস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করেন র‌্যাব সদস‌্যরা।

ওই দিন রা‌তে র‌্যা‌বের ডিএডি মো. নুর ই আলম বাদী হ‌য়ে মাদক আ‌ই‌নের দুটি ধারায় আব্দুর রহমা‌নকে আসা‌মি ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন (যার নং ৭)। একই বছরের ৫ ফেব্রুয়া‌রি রূপসা থানার এসআই এমএ ক‌রিম তা‌কে আসা‌মি ক‌রে আদাল‌তে অভিযোগপত্র দা‌খিল ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।