ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

মহানবীকে নিয়ে কটূক্তি: সুপ্রিম কোর্টের আইনজীবীর সদস্যপদ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ১৫, ২০২২
মহানবীকে নিয়ে কটূক্তি: সুপ্রিম কোর্টের আইনজীবীর সদস্যপদ স্থগিত

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইফুর রেজা নামের এক আইনজীবীর সদস্যপদ পদ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে ওই আইনজীবীর সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।

ফেসবুকে ষাটোর্ধ্ব ওই আইনজীবীর মন্তব্য নজরে আসার পর বিক্ষুব্ধ আইনজীবীরা তাৎক্ষণিক বিক্ষোভ প্রতিবাদ করে। এক পর্যায়ে তার চেম্বারের চেয়ার-টেবিল-ডেস্ক ভাংচুর করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে সাইফুর রেজার সদস্য পদ স্থগিত করে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির জানান, সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠক করে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।